সেন্টমার্টিন দ্বীপের অদুরে বঙ্গোপসাগর থেকে ১২কোটি টাকা মুল্যের ৪ লাখ পিস ইয়াবার বিশাল চালানসহ ১৯ জনকে আটক করেছে কোষ্টগার্ড। বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় অভিযান চালিয়ে এই ইয়াবার চালানটি জব্দ করা হয়।
কোষ্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো.ডিকশন চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শাহপরীর দ্বীপের পশ্চিম এলাকায় বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের বিশেষ দল অবস্থান করে। এসময় সাগরে দুইটি মাছ ধরার ট্রলার দেখে তাদের থামানোর সংকেত দেন। তারা কোস্ট গার্ডের অবস্থান দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ট্রলার দুইটিসহ ১৯ জনকে আটক করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবার বড় ব্যাগ পাওয়া যায়।
আটককৃতরা হচ্ছে, টেকনাফ লেঙ্গুরবিলের আমির হামজার পুত্র শামসু,লম্বরীর হাবিবুর রহমানের পুত্র ইলিয়াছ (২৫),লেঙ্গুরবিলের জাহিদ হোসেনের পুত্র আজিজুল(২২),নুর হোছনের পুত্র মকবুল (২৫),আবুল হোছনের পুত্র অজি উল্লাহ (২২),জকির আহমদের পুত্র জাহিদ হোছন (৩০),লম্বরীর আব্দুর রহিমের পুত্র ফজলুল করিম (২৭), সাবরাং আলী আহমদের পুত্র ঈমাম হোসেন (৩৫),লেঙ্গুরবিলের নবী হোসেনের পুত্র রুবেল (২৫),আব্দুল মালেকের পুত্র আনোয়ার হোসেন (২৪),মৌলভীপাড়ার আব্দুস সালামের পুত্র নুর আলম (২৫),লম্বরীর নুরুল হকের পুত্র খাইরুল আমিন,লেঙ্গুরবিলের তৈয়ব হোছনের পুত্র আব্দুল্লাহ (১৮),আব্দুল মোনাফের পুত্র আইয়ুব আলী (২৪),জাহাঙ্গীর আলম (৩২),লেঙ্গুরবিলের আব্দুর রাজ্জাকের পুত্র রুবেল (১৮) ও রাশেদুল হক (২৬)।