আবদুল্লাহ নয়ন :
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জনপ্রিয় উঠছে ‘বাই সাইকেল’। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্যও ‘বাই সাইকেল’ একটি আকর্ষণীয় মাধ্যম। সাইকেল চালিয়ে সেন্টমার্টিনের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যায় বলেই ক্রমশ সাইকেলের চাহিদা বাড়ছে।
সম্প্রতি সেন্টমার্টিনে দেখা যায়, প্রবাল পাথর সমৃদ্ধ সৈকতের দ্বীপ সেন্টমার্টিন। দ্বীপের চারিদিকে নীল সমুদ্রের পানি ও জীব বৈচিত্রের সৌন্দর্য্য দেখতে পর্যটকরা ছুটছেন ‘বাই সাইকেল’ নিয়ে। কেউ একা। কেউ আবার কেউ দল বেঁধে। ঘুরে ঘুরে সেন্টমার্টিনের সৌন্দর্য্য উপভোগ করছেন।
এক সময় দ্বীপে চলাচলের জন্য ‘ভ্যান গাড়ি’ ছাড়া উল্লেখযোগ্য কোন যানবাহন ছিলনা। বছর দুয়েক ধরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে ‘বাই সাইকেল’।
প্রায় ৮ বর্গ কিলোমিটারের এ দ্বীপে চারদিকে পর্যটকরা ঘুরতে পারেন ‘বাই সাইকেল’ চড়ে। তবে পশ্চিম দিকে বিশাল বড় পাথর গুলো গতিরোধ করলেও সাইকেল হাতে তুলে আবারও চালিয়ে ঘুরা সম্ভব।
দ্বীপের উত্তর পাড়ার সাইকেল ব্যবসায়ী মোঃ আবদু শুক্কুর (৩৩)। তিনি এক বছর আগে ব্যবসা শুরু করেন। প্রথমে মাত্র চারটি সাইকেল কিনেন। চাহিদা বাড়ায় এখন তিনি ১৬টি সাইকেল এনেছেন।
ব্যবসায়ী আবদুশ শুক্কুর বলেন, প্রতিদিন প্রায় সব সাইকেলই ভাড়া হয়ে যায়। ঘন্টায় ৪০ টাকা করে ভাড়া দেই। সাইকেল ছাড়া দিয়ে দৈনিক তিনি প্রায় দেড় হাজার টাকা আয় করেন।
তিনি বলেন, দ্বীপে ৮ জন সাইকেল ব্যবসায়ী রয়েছেন। সব মিলে ৩৬৫ টি সাইকেল রয়েছে। প্রায় আট হাজার জনসংখ্যার মধ্যে তরুণরাই এখন সাইকেল চালিয়ে নিজকর্ম সেরে নেন। তবে স্থানীয়দের চেয়ে পর্যটকরাই বেশি সাইকেল ভাড়া নেন।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা হাবিব খান বলেন, প্রচুর প্রবাল পাথর, স্বচ্ছ পানিতে জীব বৈচিত্রের আনাগোনা দেখতে পর্যটকরা ছুটে যান ছেড়াদ্বীপে। ট্রলারে যোগে ছেড়াদ্বীপ থেকে ২০ মিনিট লাগলেও বাই সাইকেলে এর চেয়ে কম সময় লাগে।
কেবল ছেড়াদিয়া আর সেন্টমার্টিনের চতুর্দিকে নয়; সেন্টমার্টিনের ভিতরেও সাইকেল চালিয়ে সৌন্দর্য্য উপভোগ করা যায়। ভেতর অংশের বিস্তীর্ণ ফসলি জমি, কেঁওড়া গাছ, নারিকেল গাছের মোহনীয় দৃশ্য দেখা যায় সাইকেলে চড়ে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, কক্সবাজার শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সাগর বক্ষে ক্ষুদ্র এ দ্বীপটি কেবল বাংলাদেশিদের কাছে নয়। বিশ^বাসীর জন্য আকর্ষণীয় পর্যটন স্পট। ৭.৩০ কিলোমিটার দীর্ঘ এবং কিছু উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।