টেকনাফে ৬৬৩ বোতল মিয়ানমার তৈরী বিভিন্ন প্রকার মদ জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিন নিকটবর্তী বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়।
এতে রয়েছে ২১৪ বোতল কার্ন্টি জিন, ২০৭ বোতল মানডেলা রাম, বিয়ার ২৪২ ক্যান।
কোষ্টগার্ডের সেন্টমার্টিন ষ্টেশনের কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে মিয়ানমার থেকে আনা মদের চালানটি জব্দ করা হয়। এসময় পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।