নগর জীবনের যান্ত্রিকতা থেকে প্রশান্তির খোঁজে সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটেছেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটিতে সবকটি পয়েন্টে সাগরের উত্তাল ঢেউয়ে মাতেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় এই মৌসুমে আরও ৩টি পয়েন্টে বাড়ানো হচ্ছে লাইফ গার্ড সাপোর্ট।
প্রচণ্ড গরম, উত্তাল সাগর। তারপরও পর্যটন নগরী কক্সবাজারে কমতি নেই পর্যটকের। সাপ্তাহিক ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে হাজারো পর্যটক। সকাল থেকে সৈকতের ৬টি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড় ছিল। নগর জীবনের যান্ত্রিকতা ভুলে প্রকৃতি ও সাগরের বিশালতায় মাতনে পর্যটকরা।
সৈকতের ৬টি পয়েন্টে পর্যটকরা সমুদ্রস্নান করলেও মাত্র ৩টি পয়েন্টে নিয়োজিত রয়েছে লাইফ গার্ড কর্মী। তবে বাকি ৩টি পয়েন্টেও এই মৌসুমে লাইফ গার্ড সাপোর্ট বাড়ানো হবে বলে জানালেন এই কর্মকর্তা।
সি-সেইল লাইফ গার্ড সুপার ভাইজার মো. ওসমান গণি বলেন, ২৬ জন লাইফগার্ড কাজ করছে তবে আমরা আরো কয়েকজন বাড়াবো খুব শিগগিরই।
প্রচণ্ড গরমেও কক্সবাজারে ব্যাপক পর্যটক আগমনে অব্যাহত থাকায় খুশি পর্যটক সংশ্লিষ্টরা।
হোটেল মালিক সমিতি মুখপাত্র আবু তালেব শাহ বলেন, এখনও পর্যটকের যে আগ্রহ দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ একটা দিক।
পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ঘুরছে ইনানী সৈকত, হিমছড়ি, দরিয়ানগরসহ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে।