কক্সবাজারে বেড়াতে এসে লাশ হল পর্যটক মুন্না। ঘটনাটি ঘটেছে ১ এপ্রিল সকালে সমুদ্র সৈকত এলাকায়। প্রত্যক্ষদর্শী ও নিহতের
পরিবার সূত্রে জানা যায়, ঢাকা নয়াপল্টন এলাকার মুন্না (৩৮) পরিবারের সদস্য ও আরো ৬০ জন সহপাঠী মিলে কক্সবাজারে বেড়াতে আসে।
সে সমুদ্র সৈকত এলাকায় ফুটবল খেলতে যায়। এক পর্যায়ে সে বালিয়াড়ীতে পড়ে যায়। তাদের সাথে আসা লোকজন জানান, মুন্নার পরিবারসহ ৬০ জনের একটি টিম নিয়ে ১ এপ্রিল সকালে কক্সবাজারে আসেন।
পরে আনন্দ খুশিতে সবাই সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে বালিয়াড়িতে পড়ে যায়। তাৎক্ষনাত সহকর্মী ও স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেকর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।