কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী সী-ক্রাউন্টের সামনের সাগর থেকে পর্যটক তরুনীর লাশ উদ্ধার করেছে পুরিশ। ৩০ জুলাই শনিবার দুপুর দুইটার দিকে লাশটি উদ্ধার হয়। এ সময় মূমুর্ষ আরো চারজনকে উদ্ধার করা হয়েছে।
এদের কক্সবাজার শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই হোটেল সবাই হোটেল সী-ক্রাউনের ৪১৫ কক্ষে ওঠেছিল বলে জানা গেছে। তবে, নিহত ও আহত কারোর পরিচয় জানান যায়নি।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হতাহতদের তাৎক্ষনিক পরিচয় নিশ্চত হওয়া যায়নি। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।