উখিয়া উপজেলা পৌরসভায় উন্নীত না হওয়ার কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বৃহত্তর জনসাধারণ। ব্যাপক চাহিদার দাবী থাকলেও ইউনিয়ন পরিষদের ব্যয় বরাদ্দে সীমাবদ্ধতার কারণে অনেক সেবা প্রাপ্তি থেকে পিছনে পড়ে রয়েছে উখিয়া শহর কেন্দ্রীক জনসাধারণ।
সম্প্রতি উখিয়ার ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় সরকারি অর্থায়নে সোলার লাইটের আলোতে আলোকিত করায় সাধারণ জনগণ সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।
সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন ব্যস্ততম এলাকা-মরিচ্যা, কোর্টবাজার ও উপজেলা সদরের বাস ষ্টেশনসহ থাইংখালী, বালুখালীতে প্রয়োজনীয় সংখ্যক সোলার সড়ক বাতির স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুতের অগ্রাধিকার প্রকল্পের আওতায় উখিয়ার জনগুরুত্বপূর্ণ বাস ষ্টেশন ও হাট বাজারে অতি সম্প্রতি এসব ষ্টীল সোলার লাইটের আলোর ব্যবস্থা করা হয়েছে।
উখিয়া ও টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির আন্তরিকতা চলতি অর্থ বছরে কাজের বিনিময়ে টাকা (কাবিখা) প্রকল্পের আওতায় উখিয়ার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ষ্টেশন সড়কগুলোর উভয়পার্শ্বে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত করায় সাধারণ জনগণ এ নিয়ে সাংসদ বদির অসাধারণ গুণকীর্তন করতে দেখা গেছে।
সাংসদের ব্যক্তিগত সহকারী অধ্যাপক মিলন বড়–য়া জানান, সাংসদ আবদুর রহমান বদি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সৌর বিদ্যুতায়ন কর্মসূচীর আওতায় উখিয়ার মরিচ্যা থেকে পালংখালী পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়কের দীর্ঘ প্রায় ২৮ কিলোমিটার এলাকা জুড়ে ব্যস্ততম ৭টি বাস ষ্টেশনে ও হাট বাজারে এ সৌর বিদ্যুতায়নের কার্যক্রম সম্পন্নের পথে।
প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে ১৩০টি সোলার ষ্টীল ল্যাম্প পোষ্ট স্থাপন কাজ খুব দ্রুত সম্পন্ন হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ব্যবসায়ীরা জানান, বেশির ভাগ সময়ই পল্লী বিদ্যুৎ না থাকার কারণে তাদেরকে নানা সমস্যা সংকট ও দুরাবস্থার মধ্যে ব্যবসা করতে হচ্ছে।
বর্তমানে সোলার লাইট স্থাপনের ফলে বিদ্যুতের উপর নির্ভর করতে হচ্ছে না। এলাকাবাসীর মতে উখিয়া ব্যস্ততম এসব বাস ষ্টেশন ও হাট বাজার ইউনিয়ন পরিষদের আওতায় হলে সোলার লাইট স্থাপনের ফলে পৌরসভার সুযোগ সুবিধা ভোগ করছে স্থানীয় জনসাধারণ।
এমপি বদির আন্তরিক প্রচেষ্টায় বিদ্যুতায়ন, শৌচাগার স্থাপন, পায়ুনিষ্কাশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার মতো জনগুরুত্বপূর্ণ সেবারগুলোর জন্য ব্যবসায়ী তথা সর্ব সাধারণ সন্তুষ্ট হয়ে সাংসদের প্রতি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করতে দেখা গেছে।