একটু সহায়তার হাত বাড়ালে বেঁচে যাবে একটি নিষ্পাপ প্রাণ। আর বেঁচে গেলেই জেডিসি পরীক্ষায় অংশ নিতে পারবে মাদ্রাসা ছাত্র সোহেল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের ৪র্থ তলায় ২২নং ওয়ার্ডের ৯নং শয্যায় লাইফ সাপোর্টে বেঁচে আছে সোহেল। কেউ গেলে ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে থাকে। তার মায়াবি চোখ জানিয়ে দেয় সে বাঁচতে চায়।
আর কোন সহৃদয় ব্যক্তি সহায়তার হাত বাড়ালে সোহেলের বাঁচা সম্ভব হবে। দীর্ঘ ৫ মাস এভাবে বেঁচে থাকা উখিয়ার ফারিরবিল মিনহাজুল কুরআন দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির পাত্র সোহেল এর চিকিৎসা ব্যয় ভার বহন করা আর সম্ভব হচ্ছে না হতদরিদ্র দিন মজুর পিতা আবুল বশরের।
যা সম্পত্তি ছিল তা বিক্রি করে এতদিন ছেলের চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে। গত ৭ নভেম্বর মাদ্রাসা থেকে ঘরে ফেরার পথে উখিয়া টিএন্ডটি কলেজের সামনে ঘাতক বাস আঘাত করে সোহেলকে। সে থেকে লাইফ সাপোর্টে বেঁচে আছে সোহেল।
——————————-
সহায়তা করতে চাইলে যোগাযোগ ০১৮৫৭৯৮৭৫৯২
বিকাশ : ০১৮৩২৯৭৪২৮৩
হিসাব নম্বর ৫২৪০ কৃষি ব্যাংক, উখিয়া শাখা।