কুতুবদিয়ায় এবার সৌর বিদ্যুতে জ্বলছে সড়ক বাতি। বিদ্যুৎ বঞ্চিত দ্বীপে বাড়ি.প্রতিষ্ঠানে এর ব্যবহার বেড়েছে। তবে রাস্তা-ঘাট অন্ধকারাচ্ছন্ন থাকায় এবার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে স্বয়ংক্রিয় সৌর বিদ্যুৎ খুঁটি স্থাপন শুরু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন অনেকেই। দক্ষিণ ধুরুং ইউনিয়নে পরিষদের নিজস্ব বরাদ্ধ দিয়ে সড়ক বাতি স্থাপনে “আলোকিত দক্ষিণ ধুরুং” কার্যক্রম শুরু করেছেন ইউপি চেয়ারম্যান। ইউনিয়নের গুরুত্বপূর্ণ আজম সড়কে দরবার রাস্তার মাথা থেকে শুরু করে ধুরুংবাজার পর্যন্ত অন্তত: ১০টি স্বয়ংক্রিং সড়ক বাতি ইতিমধ্যে স্থাপন শেষ হয়ে আলো দিচ্ছে। দিনের বেলায় বাতি নিভে গিয়ে রাতে অটোমেটিক বাতি জ্বলে ওঠে।এ ইউনিয়নে দরবার সড়ক,আলী ফকির ডেইল সড়ক,জেলে পাড়া সহ গুরুত্বপূর্ণ স্থানে ২০/২৫টি সড়ক বাতি লাগানো হবে বলে জানা গেছে।
এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় বড়ঘোপ বাজারের ফোর ষ্টার সৌর বিদ্যুতের পরিচালক সাদেক বলেন,সড়ক বাতি স্থাপনে খরচ অনেক বেশি। প্রতিটি পিলার বাতি সহ প্রায় ২০ হাজার টাকা খরচ পড়ছে। নিরাপত্তার ঝুঁকি থাকলেও দেশের সম্পদ মনে করে জন গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে সড়ক বাতি রক্ষনা-বেক্ষণে সবার দায়িত্ব পালন করা উচিৎ বলে তিনি মনে করেন।
দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন,গুরুত্বপূর্ণ সড়কে যানবাজন চলাচলের সুবিধা সহ অন্ধকারে অপরাধ প্রবণতা রোধে পরিষদের বরাদ্ধ থেকে সৌর প্যানেল সড়ক বাতির কাজ শুরু করা হয়েছে। “আলোকিত দক্ষিণ ধুরুং” প্রতিপাদ্য সামনে রেখে কাজ শুরু করেছেন। টিআর.কাবিখা প্রকল্পের কাজের শতকরা ৩০ ভাগ সৌর বিদ্যুতের জন্য ব্যয় করার বাধ্যবাদকতার কথা জানান । তবে বরাদ্ধ কম থাকায় দ্রুত এ কাজ সম্পন্ন করতে পারছেন না বলেও জানান তিনি।উপজেলা পরিষদের সামনের সড়কেও বেশ কয়েকটি স্বয়ংক্রীয় সৌর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এতে সারা রাত আলোকিত সংশ্লিষ্ট এলাকা।