সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় কাউসার আহমদ জুয়েল এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের অন্যতম সংগঠন “নিরাপদ সড়ক আন্দোলন কক্সবাজার”। “নিরাপদ সড়ক আন্দোলন কক্সবজার” এর চেয়ারম্যান সরওয়ার রোমন ও মহা সচিব সৈয়দ মোহাম্মদ শাকিল এক শোকবার্তায় গভির শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয় , আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে হবে না। এজন্য প্রত্যেকে নাগরিককেও দায়িত্ব পালন করতে হবে। আমাদের ড্রাইভারদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি ড্রাইভারদের সামাজিক মর্যাদা দিতে হবে। রাস্তা পারাপারসহ গাড়ি চলাচলে ট্রাফিক আইন মেনে আচরণ করতে হবে। দীর্ঘদিন ধরে ট্রাফিক আইন মেনে না চলার যে মানসিকতা মানুষের মাঝে তৈরি হয়েছে, তার পরিবর্তন আনলেই দুর্ঘটনা অনেক কমে যাবে। অথচ ইচ্ছে করলে সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনাও অসম্ভব নয়।