হট চকলেটের ফ্যাশনেবল হট ড্রিংকসের অর্ডার করে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ব্রিটেনের কয়েক লাখ মানুষ। এসব ড্রিংকসে ব্যাপক মাত্রায় চিনি ব্যবহার করা হয়। প্রতিটিতে এর পরিমাণ মাত্র ২৫ চা-চামচ। মঙ্গলবার এই স্বাস্থ্যঝুঁকি নিয়েই প্রধান শিরোনাম করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে ১৩১টি হট ড্রিংকসের মধ্যে ৯৮ শতাংশ ক্ষেত্রেই অতিমাত্রায় চিনির উপস্থিতি পাওয়া গেছে। একটি হট ড্রিংকসে ২৫ চা-চামচ চিনি থাকাটা অতিরিক্ত পর্যায়ের। এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নির্দিষ্টকৃত চিনির পরিমাণের চেয়ে বেশি।
যেসব হট ড্রিংকস পরীক্ষা করা হয়েছে তার এক তৃতীয়াংশ ক্ষেত্রেই এসব পণ্যে প্রাপ্ত চিনির পরিমাণ এমনকি কোকাকোলার সমপরিমাণ বা তার চেয়েও বেশি।
উল্লেখ্য ব্রিটেনে হট চকলেট বা অন্যান্য হট ড্রিংকসগুলো মানুষকে সহজেই আকৃষ্ট করে, বিশেষ করে যারা কফি পান করেন না, তাদের।