জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরকে কেন্দ্র করে জামায়াতের ডাকা হরতালে প্রভাব পড়েনি কক্সবাজার জেলায়। জেলাব্যাপী প্রতিদিনের মত স্বাভাবিক রয়েছে যান চলাচল। খোলা রয়েছে ব্যাংক, বীমাসহ সরকারি ও বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোও।
সরেজমিনে জানা যায়, সকাল থেকে জেলা শহরের প্রতিটি সড়কে যান চলাচল অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ছোট ও এলাকা ভিত্তিক ননস্টপ সার্ভিসসহ দূর পাল্লার বাহন এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে স্পেশাল সার্ভিস সহ সীলাইন পরিবহণ চালু রয়েছে।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে জেলা শহরজুড়ে বিশেষ নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পুলিশ-বিজিবির সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া ও সন্দেহজনক প্রতিটি মোটরসাইকেল ও অন্য যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
আমাদের টেকনাফ, উখিয়া, রামু,সদর, পেকুয়া, চকরিয়া, মহেশখালী প্রতিনিধিরা জানান, হরতালে কোন প্রকার ক্ষয়ক্ষতি-সংঘর্ষের খবর পাওয়া যায় নি। জীবনযাত্রা ও যান চলাচল অনান্য দিনের মত স্বাভাবিক রয়েছে। জামায়াতের নেতা-কর্মীকে হরতালে সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ কক্সবাজার সময়কে জানান, হরতালে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন বিভাগ মাঠে রয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে।