কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় বিজিবি কর্তৃক অবৈধ অস্ত্রসহ আটক ছাত্রলীগের চারকর্মী ১৫ দিন পর হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন।জামিন প্রাপ্তরা হলেন কক্সবাজার শহরের মো.জুয়েল, টেকপাড়ার মেহেদী হাসান, পাহাড়তলীর মনছুর আলী, আবেদ কাশেম।
১২ এপ্রিল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদের বেঞ্চে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।এসময় চার ছাত্রলীগ কর্মীর পক্ষে হাইকোর্টে জামিন চান আইনজীবি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এবং এডভোকেট নাসিমা সিদ্দিকা লিনা ।
চার ছাত্রলীগ কর্মীর পক্ষে হাইকোর্টে জামিন চান আইনজীবি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এবং এডভোকেট নাসিমা সিদ্দিকা লিনা ।
এর আগে গত ২৮ মার্চ সোমবার আটক ছাত্রলীগের চার কর্মীকে অস্ত্র আইনে টেকনাফ থানা পুলিশ কক্সবাজার আদালতে প্রেরণ করলে তাদের পক্ষে কেউ জামিন না চওয়ায় ওই দিনই মহামান্য ম্যাজিস্ট্রেট শুশান্ত প্রসাদ চাকমা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পরবর্তীতে ১৫ দিন পর ১২ এপ্রিল হাইকোর্ট থেকে চার জন জামিনে ছাড়া পেলেন।
উল্লেখ্য গত ২৭ মার্চ টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন পরিষদের নির্বাচনী কার্যক্রম দেখতে জেলা ছাত্রলীগের সভাপতি সহ ছাত্রলীগের নেতা-কর্মীরা কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিলে বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং চেকপোষ্টে গাড়ি তল্লাশি করেন বিজিবির সদস্যরা।এসময় বহরে ছিল একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা ও তিনটি মোটর সাইকেল।পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা অবৈধ একটি চায়নিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি চাকুসহ ছাত্রলীগের চার কর্মীসহ পাঁচজনকে আটক করেন।একই দিন আটক ছাত্রলীগের চার কর্মীকে অস্ত্র আইনে টেকনাফ থানায় মামলা করে বিজিবি।