চিত্রনাট্য যত ডালপালা মেলছে, ততই একে একে যুক্ত হচ্ছেন চরিত্ররা। হৃতিক-কঙ্গনা কাদা ছোড়াছুড়িতে সর্বশেষ সংযোজন আমির খান। বলা হচ্ছে, তিনি নাকি পুরো বিষয়ে নাক গলাতে শুরু করেছেন।
শেষ পর্যন্ত হৃতিক-কঙ্গনা সম্পর্কে চলে এলেন আমির খানও? বলিউডে সবথেকে আলোড়ন তোলা খবরে সর্বশেষ সংযোজন এটাই।
কিন্তু কীভাবে তিনি জড়ালেন এতে?
শোনা যাচ্ছে, আমির খানের খুবই ঘনিষ্ঠ কঙ্গনা। তিনি নাকি আমিরকে সব খুলে বলেছিলেন। আমিরের পরামর্শও নিয়েছেন। জানা গিয়েছে, আমির তাঁকে বলেছিলেন, সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে। ‘‘কাট্টি বাট্টি’’-র মুক্তির আগে আমিরের সঙ্গে কঙ্গনার দেখা হয়েছিল। সেই সময়েই নাকি দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। ওঠে হৃতিকের প্রসঙ্গ। বলিউড থেকে চুঁইয়ে যে খবর বেরিয়ে এসেছে, তাতে শোনা যাচ্ছে, হৃতিকের থেকে দূরত্ব বজায় রাখার প্রস্তাব কঙ্গনাকে দিয়েছিলেন আমির। মনে করা হচ্ছে, আমির চাননি এভাবে পুরো বিষয়টি সকলের সামনে চলে আসুক।
তবে আমিরের চাওয়া বা না-চাওয়ায় আর কী-ই বা যায়-আসে? যা হওয়ার, তা তো হয়েই গিয়েছে।