কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকা থেকে ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে র্যাব। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন জানান, শুক্রবার রাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গ্যালের সামনে এ অভিযান চালানো হয়।
আটকরা হল কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে নুরুল আমিন (৩৬) এবং একই এলাকার হাজী বাড়ীর ভাড়াটিয়া মৃত হাশেম আলীর ছেলে আব্দুল হামিদ (৪০)।
লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন কক্সবাজারটাইমসডটকমকে বলেন, গাড়ী যোগে ইয়াবা পাচারের খবর পেয়ে র্যাব সদস্যরা হোটেল-মোটেল জোনের হোটেল সী-গ্যালের সামনে অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিক্সায় বসে থাকা দু’যুবকের দেহ তল্লাশী চালিয়ে ১ হাজার ৫৭৯টি ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও (কক্সবাজার – থ : ১১-২০১৮)।
আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।