টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোষ্ট সংলগ্ন বালুখালী পাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত গৃহবধুর পিতা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। হোয়াইক্যং পুলিশ ফাঁিড়র ইনচার্জ এস.আই আরিফুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- রহস্যজনক মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা পোষ্টমডেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে নিহত সালমা আকতারের পিতা কবির আহমদ ড্রাইভার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১(ক) ধারায় মামলা দায়ের করেছেন। আসামীরা হচ্ছে – আয়ুব আলী ছেলে আলী আহমদ প্রকাশ কালু (২৫), আয়ুব আলীর স্ত্রী রোকসানা (৪৫), আয়ুব আলীর ছেলে মনসুর আলী (২৩), এজহার মিয়ার ছেলে আয়ুব আলী (৫০)। সর্ব সাং- বালু খালী পাড়া , হোয়াইক্যং , টেকনাফ।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে নিহত সালমার শশুরবাড়ী হোয়াইক্যং বিজিবি চেকপোষ্ট সংলগ্ন বালুখালী পাড়ায় এ ঘটনা ঘটে।