হোয়াইক্যংয়ে মোটর সাইকেলের এয়ার ক্লিনার থেকে ইয়াবা উদ্ধার : আটক ১
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬
২৯৭
বার পড়া হয়েছে
টেকনাফের হোয়াইক্যংয়ে মোটর সাইকেলের এয়ার ক্লিনার থেকে ৩০লক্ষ টাকা মূল্যের ১০হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মোটর সাইকেল আরোহীকে হাতে নাতে আটক করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ সুত্র জানায়, ১৯ফেব্রুয়ারি জুমাবার রাত ৮টা ৫মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কের উপর অভিযান চালিয়ে ইয়াবাসহ মোটর সাইকেল আরোহী আটক করে। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার মৃত মুখতার আহমদের ছেলে নুরুল হক(৪০) বলে জানা গেছে। হোয়াইক্যং হাইওয়ের হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো: গোলাম মোস্তফা সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। এফজেড মোটর সাইকেলটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।