টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াত ইসলামীর রুকন নূর আহাম্মদ আনোয়ারীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র গৃহিত হওয়ায় সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইপ-১ শাখার সিনিয়র সহকারি সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা মন্ত্রণালয়টির নিজস্ব ওয়েব সাইটেও সম্প্রচার করা হয়।
যুদ্ধাপরাধের দায়ে ট্রাইবুন্যাল কর্তৃক রায় ঘোষণাকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারী কক্সবাজার শহরে তান্ডব চালায় জামায়াত-শিবির। এ ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশের উপর হামলা চালায়। এতে ৩ জন সাধারণ মানুষ নিহত হন। যদিও জামায়াত-শিবির নিহতরা তাদের নেতা-কর্মি বলে দাবি করে আসছিল।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় জামায়াত-শিবিরের নেতা-কর্মিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের রুকন নূর আহাম্মদ আনোয়ারী এজাহারভূক্ত আসামী।
মামলার অভিযোগপত্র কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গৃহিত হওয়ায় এবং তিনি বিচারাধীন মামলার আসামী হওয়ায় ক্ষমতা প্রয়োগ জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থি।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “ যেহেতু বিজ্ঞ আদালতে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাঁর দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মনে করে সরকার। সেহেতু উক্ত ইউপি চেয়ারম্যানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হল। ”
এ আদেশ অবিলম্বে কার্যকর করা এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ রাখার নির্দেশনা রয়েছে মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে।