সীমানা বিরোধের কারনে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নির্বাচন ২ মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও একেএম শহীদুল হক এই আদেশ দিয়েছেন। হোয়াইক্যং ইউনিয়নের সিরাজ মিয়া নামের এক ব্যক্তির আবেদনের পরিপেক্ষিতে এই আদেশ দেয়া হয়।
সিরাজুল হকের পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ নিয়াজ মোরশেদ। এডঃ নিয়াজ মোরশেদ সিবিএনকে জানিয়েছেন, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের রোজার ঘোনা গ্রামের সিমানা নিয়ে র্দীঘদিন ধরে জটিলতা সৃষ্টি হয়ে আছে। এই জটিলতা নিরসনের জন্য ইতিমধ্যে বিভিন্ন কাজও শুরু করা হয়েছে। এই সব বিবেচনায় আদালত হ্নীলা ও হোয়াইক্যং এর নির্বাচন ২ মাসের জন্য স্থগিতের আদেশ দেন।
হ্নীলা ও হোয়াইক্যং সহ প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২২ মার্চ টেকনাফের মোট ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিলো। হাইকোর্টের নির্দেশের ফলে ২২ মার্চ এই ২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবেনা।