পেশাদার এবং সরকারি নথি ও তথ্য হ্যাকে পারদর্শীদের জন্য দশ হাজার ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা) লোভনীয় চাকরির অফার দিচ্ছে জঙ্গী সংগঠন আইএস। তবে ওইসব হ্যাকারদের অবশ্যই ভারতীয় হতে হবে। আইএস ইতোমধ্যেই ৩০,০০০ পেশাদার হ্যাকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডে।
গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, আইএস ভারতের অনেক ওয়েবসাইটের ওপর নজরদারি করছে। এমন ৯৪ ওয়েবসাইটের তালিকা গোয়েন্দাদের হাতে রয়েছে। আইএসের ওয়েবসাইট হ্যাকিং থেকে রক্ষা পেতে কমিটি গঠন করেছে সরকার। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে সরকারিভাবে চলবে মনিটরিং অবসারভেশন।
বিডি-প্রতিদিন