আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে জ্বালানি তেলের দাম কমবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামীতে পেট্রোল ও অকটেন দেশে উৎপাদন করা হবে। দেশের উৎপাদিত গ্যাস এখন কনডেন্সড হচ্ছে। এটাকেই রিফাইন করে অকটেন ও পেট্রোল উৎপাদন করা সম্ভব হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে জ্বালানি তেলের(অকটেন, কেরোসিন, পেট্রোল ও ডিজেল) দাম কমানোর বিষয়ে পরিপত্র জারি করা হবে।
নসরুল হামিদ বিপু বলেন, তেলের দাম ধীরে ধীরে সাশ্রয়ী করা হচ্ছে। তেলের মূল্যটাকে আমরা একটা যৌক্তিক রেটে নিতে চাই। ইতোমধ্যে ফার্নেস অয়েলের দাম কমিয়েছি। এতে বেশ কিছু জায়গায় সাশ্রয় হচ্ছে। সে বিষয়গুলো সরাসরি আমাদের জনগণের পর্যায়ে পৌঁছছে।
তিনি বলেন, ভেজাল পেট্রোল বিক্রি বন্ধে পাম্পে পাম্পে অভিযান চালানো হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকেই ভেজালবিরোধী অভিযান শুরু করা হবে।
তিনি জানান, ১২ শ’ পেট্রোল পাম্পের মধ্যে কোন কোন পাম্প ভেজাল করছে, সেসবের তালিকা আমাদের হাতে চলে এসেছে। এখন আর জরিমানা না, সরাসরি লাইসেন্স বাতিলের দিকে যাব।
প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে মোট তিন ধাপে জ্বালানির দাম কমানো হবে। প্রথম ধাপে পেট্রোলের দাম সর্বোচ্চ ১০ টাকা এবং ডিজেল, অকটেন ও কেরোসিনের দামও আনুপাতিক হারে কমতে পারে।
তিনি বলেন, পরিপত্র জারির পর জ্বালানির দাম কমলে যানবহনের ভাড়া কমানোরও সুযোগ রয়েছে।