১২তম এসএ গেমসের শ্যুটিং ডিসিপ্লিনের প্রথম দিনেই দেশকে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ উপহার দিলেন শাকিল আহমেদ । গেমসে এটি বাংলাদেশের চতুর্থ স্বর্ণ পদক। দেশকে আগের তিনটি স্বর্ণই এনে দিয়েছিল মেয়েরা। পুরুষ হিসেবে শাকিলই প্রথম স্বর্ণের স্বর্ণ জিতলেন।
শুধু স্বর্ণ নয়, চমক রয়েছে ইভেন্টেও। বাংলাদেশের শ্যুটিংয়ে সাম্প্রতিক সাফল্য রাইফেলে। পিস্তলে সর্বশেষ স্বর্ণ ১৯৯৩ ঢাকা সাফ গেমসে আতিকুর রহমানের। ১৯৯১ কলম্বো সাফেও ব্যক্তিগত ইভেন্টে পিস্তলে স্বর্ণ ছিল আতিকুরের। দুই দশকেরও বেশি সময় পর পিস্তলে ব্যক্তিগত ইভেন্টে শ্রেষ্ঠত্ব দেখাল কোনও বাংলাদেশি শ্যুটার।
শাকিলের স্কোর ১৮৭.৬। রৌপ্য জয়ী ভারতের ওম প্রকাশের স্কোর ১৮৭.৩। মাত্র ০.৩ স্কোরের ব্যবধানে বাংলাদেশ শ্যুটিংয়ে স্বর্ণ পেয়েছে। এই ইভেন্টে মূলত শাকিল ও প্রকাশের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ব্রোঞ্জ জয়ী পাকিস্তানের কলিমউল্লাহ খানের স্কোর ১৬৫.৯।
স্বর্ণ জয়ী শাকিল এতটাই পুলকিত যে অনুভূতি প্রকাশ করতে পারলেন না। তিনি বলেন, ‘আমি খুবই খুশি। এত খুশি যে ভাষায় বলে বোঝাতে পারব না।’ স্বর্ণ জিতে নিজেও খানিকটা বিস্মিত শাকিল। তিনি বলেন, ‘সত্যিকার অর্থে কখনও ভাবিনি স্বর্ণ জিতব। তবে সেরা ফলাফলের জন্য আমার চেষ্টার কমতি ছিল না। এ জন্যই শেষ পর্যন্ত সফল হয়েছি।’
দেশের হয়ে স্বর্ণ জয়ের পেছনে তার সংস্থা সেনাবাহিনীকে বিশেষ অবদান দিচ্ছেন শাকিল, ‘সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করেছে। তাদের সাহায্য ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব হতো না।’