২৮ ফেব্রুয়ারী সাবরাং : ট্যুরিজম পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
৩১৬
বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ফেব্রুয়ারী টেকনাফের সাবরাংয়ে বাস্তবায়নাধীন ট্যুরিজম পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। ওইদিন সকাল ১০ টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের কাজের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে ওইদিন সকাল ১০টায় সাবরাংয়ের প্রস্তাবিত ট্যুরিজম পার্কের স্থানে বসবাসরত স্থানীয় জনসাধারণের গণজমায়েতের আয়োজন করা হবে। যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল অনুষ্ঠানের সাথে সরাসরি সম্প্রচার করা হবে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, দেশী/বিদেশী বিনিয়োগকারী, বেসরকারী/পিপিপি অর্থনৈতিক অঞ্চলের উদ্যোক্তারা অংশগ্রহন করবেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ আইয়ুব স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় থাকা দেশের বাকি ৯টি অর্থনৈতিক অঞ্চল হলো, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, বাগেরহাটের মংলা অর্থনৈতিক অঞ্চল, মৌলভী বাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, নরসিংদীর এ কে খান অর্থনৈতিক অঞ্চল, মুন্সিগঞ্জের আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল, মেঘনা অর্থনৈতিক অঞ্চল, আমান অর্থনৈতিক অঞ্চল ও গাজীপুরের বে অর্থনৈতিক অঞ্চল।