ঢাকা ও চট্টগ্রামে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় তিনজনকে আটক করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশে এটিই একদিনে আটক করা ইয়াবার বড় চালান।
র্যাব সূত্রে জানা গেছে, আটককৃত একজনের নাম আলী আহমেদ। সে ইয়াবা চোরাচালান চক্রের প্রধান। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।
চট্টগ্রামের পতেঙ্গা ও ঢাকা বিমান বন্দর রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পতেঙ্গা থেকে এসময় মাছ ধরার কাঠের একটি ট্রলারও জব্দ করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম গণমাধ্যমকে বলেন, “রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২৮ লাখ পিস ইয়াবাসহ চোরাচালান চক্রের তিনজনকে আটক করা হয়।”
তিনি আরো বলেন, “যে পরিমাণ ইয়াবা এ অভিযানে উদ্ধার করা হয়েছে, তা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক এ পর্যন্ত সবচেয়ে বড় চালান। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”
র্যাব-৭ এর সিইও লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “রোববার দিনে পতেঙ্গা থেকে মাছ ধরার একটি ট্রলারসহ আলী আহমেদ নামের একজনকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যে রোববার রাতে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়।”
তিনি আরো বলেন, “এসময় বিপুল পরিমান ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। সবমিলিয়ে দেশের ইতিহাসে এটিই সর্ববৃহৎ ইয়াবার চালান। গণনা করা দেখা গেছে, ইয়াবার পরিমাণ প্রায় ২৮ লাখ পিস।”
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ বলেন, “ইয়াবা চালানের বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সোমবার সকাল ১১টায় ঢাকা র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।”
এর আগে গতবছর ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধার করে নৌবাহিনী। এছাড়া বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার পথে বিভিন্ন স্থানে আটক করা হয় ইয়াবার বেশ কয়েকটি বড় চালান।
উল্লেখ্য, মাদক চোরাকারবারীরা দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে সাগরপথে দেশে ইয়াবা আনছে। পরে তা চট্টগ্রাম থেকে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।