আগামী ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত মোবাইল ফোনের সিম পুন:নিবন্ধন চলবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, শনিবার (৩০ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত সিম নিবন্ধনের সুযোগ থাকছে। এর মধ্যেই অ-নিবন্ধিত সিমগুলো পুনঃ নিবন্ধন করে নিতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, পহেলা মে রোববার অ-নিবন্ধিত সিমসমূহ ৩ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে। এভাবে কয়েক দফা বন্ধ রাখা এবং খুলে দেয়ার মধ্যদিয়ে সিম পুন:নিবন্ধনের সুযোগ দেয়ার পর এক পর্যায়ে অ-নিবন্ধিত সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
প্রতিমন্ত্রী বলেন, সিম নিবন্ধনের জন্য মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার ও এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা দেওয়া কেন্দ্রগুলো শনিবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
তিনি আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭ কোটি ৭৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ে নিবন্ধন শেষ হবে।