২০০১ সালে কলকাতা টেস্টে খেলা ভিভিএস লক্ষ্মণের সেই মহাকাব্যিক ২৮১ রানের ইনিংসটির কথা হয়তো এখনও মনে আছে ক্রিকেট ভক্তদের। ২৭৪ রানের ঘাটতি নিয়ে ফলোঅন পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ওই মহাকাব্য সৃষ্টি করেন লক্ষ্মণ। ফলো অনে পড়েও ১৭১ ওই টেস্ট জিতেছিল ভারত।
গত ৫০ বছরের মধ্যে ব্যাট হাতে শাসন করা সব ইনিংসের মধ্যে সাবেক ভারতীয় ব্যাটসম্যান লক্ষণের সেই ইনিংসটি এবার সেরার আসনে বসল। লক্ষ্মণের ইনিংসটি সেরা হয়েছে ইএসপিএন-ক্রিকইনফোর ওয়েব ম্যাগাজিন ‘মান্থলি ক্রিকেটের’ একটি ভোটিং পোলে। সাবেক ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকারদের ভোটে হায়দ্রাবাদের রাজপুত্রের ইনিংসটি সেরা নির্বাচিত হয়েছে।.
গত ৫০ বছরের ইতিহাসে সেরা ৫০টি ইনিংস নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে শীর্ষে লক্ষ্মণের ইনিংস। সেরা ৫০ এ নেই শচীন টেন্ডুলকারের কোনও পারফরম্যান্স!
লক্ষ্মণের ওই ইনিংসের স্মৃতিচারণ করে বিশ্বসেরা স্পিনার শেন ওয়ার্ন ও আরেক অসি তারকা রিকি পন্টিং বলেছেন, লক্ষ্মণকে আউট করার জন্য পায়ের পাতা লক্ষ্য করে টানা বল করেও কোনও লাভ হয়নি। তিনি সেই বলগুলোকেই অবলীলায় উড়িয়ে দিয়েছেন কাভার কিংবা মিডউইকেট বরাবর। অবেশেষে লক্ষ্মণের সেই ইনিংস প্রাপ্য সম্মাননাই পেল।
গত ৫০ বছরের সেরা দশ পারফরম্যান্স
১. ভিভিএস লক্ষ্মণ: ৫৯ ও ২৮১ (ভারত-অস্ট্রেলিয়া, কলকাতা, ২০০১)
২. ইয়ান বোথাম: ৫০ ও ১৪৯*; ৬/৯৫ ও ১/১৪ (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, হেডিংলি, ১৯৮১)
৩. মাইকেল হোল্ডিং: ৮/৯২ ও ৬/৫৭ (ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ওভাল, ১৯৭৬)
৪. ব্রায়ান লারা: ১৫৩* (ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ব্রিজটাউন, ১৯৯৯)
৫. ইয়ান বোথাম: ১১৪; ৬/৫৮ ও ৭/৪৮ (ভারত-ইংল্যান্ড, মুম্বাই, ১৯৮০)
৬. রিচার্ড হ্যাডলি: ৫৪; ৯/৫২ ও ৬/৭১ (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ব্রিসবেন, ১৯৮৫)
৭. বব ম্যাসি: ৮/৮৪ ও ৮/৫৩ (ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, লর্ডস, ১৯৭২)
৮. মুত্তিয়া মুরালিধরন: ৭/১৫৫ ও ৯/৬৫ (ইংল্যান্ড-শ্রীলঙ্কা, ওভাল ১৯৯৮)
৯. গ্রাহাম গুচ: ৩৪ ও ১৫৪* (ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, হেডিংলি, ১৯৯১)
১০. গ্যারি সোবার্স: ১৭৪; ৫/৪১ ও ৩/৩৯ (ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, হেডিংলি, ১৯৬৬)