কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ, পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী ও কোচ আতিকুর রহমানের আমন্ত্রণে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিশু-কিশোর ক্রিকেট একাডেমী ৫ দিনের সফরে কক্সবাজার এসে পৌছেছেন। সফরকালে তারা স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীর সাথে ২টি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় কাল বুধবারের টি-২০ ম্যাচ স্থগিত করা হয়েছে। তাই ৫ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ২টি ওয়াডের মধ্যে প্রথম ম্যাচে স্বাগতিকদের সাথে মুখোমুখী হবে সফরকারীরা। সিরিজের উদ্বোধন করবেন অফিসিয়াল স্পন্সরকারী প্রতিষ্ঠান সেভেন রিং সিমেন্টে ডিস্টিবিউটর নুসরাত এন্টার প্রাইজের সত্বাধিকারি জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আনসারী। এসময় উপস্থিত থাকবেন একাডেমীর সভাপতি ডিভাইন পার্ক কমিনিউটি সেন্টারের কর্ণধার রিয়াজ উদ্দিন সাজ্জাদ, পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী ও খালেকুজ্জামান স্মৃতি পরিষদের পক্ষে কোচ আতিকুর রহমান। এ উপলক্ষে গতকাল বিকালে ১৯ জন খেলোয়াড়ের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার ক্রিকেট একাডেমীঃ আজিজ রাসেল (অধিনায়ক), ইমরান (সহ অধিনায়ক), আরোজ ফারুক, নবীর হোসেন, ফয়সাল, মিশাল, রায়হান, আশফাক, দাইয়ান, ইমরান (ছোট), আকিব, রেজা, মাক্কী, খালেদ, হিমেল, রাহুল, হালিম, জাইন, গিয়াস ও রাইয়ান।