বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকুলে ভাসছিল রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার। দুটি ট্রলারেই নারী ও শিশুসহ ৬৫জন রোহিঙ্গা আছেন বলে ধারণা করছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের উদ্ধার করতে কাজ করছে কোস্টগার্ড।
সন্ধ্যা সড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জুয়েল রানা। তিনি বলেন, সকাল থেকে স্থানীয় জেলেদের দেওয়া তথ্যর ভিত্তিতে সেন্টমার্টিনের চারদিকে তল্লাশী অভিযানে নামে কোস্টগার্ড। এক পর্যায়ে সন্ধ্যার দিকে সেন্টমাটিনের অদূরে তাদের অবস্থান পায় কোস্টগার্ডের একটি টিম।
পুরুষ-নারী ও শিশসহ ৬৫ জন রোহিঙ্গা থাকতে পারে দুটি ট্রলারে। তাদের সঙ্গে কয়েকজন দালালও রয়েছেন। সবাইকে সেন্টমার্টিনে নিয়ে আসা হচ্ছে।
জুয়েল বলেন, সেন্টমার্টিনে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার পর বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত এক মাসে কক্সবাজার উপকুল থেকে মালয়েশিয়া পাচারকালে ৩ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশীরভাগই নারী ছিল। ২০১৫ সালের মত আবারও মানবপাচারকারীরা সক্রিয় হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন।