1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
পি টি আই মাঠ রক্ষার দাবীতে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ - Daily Cox's Bazar News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

পি টি আই মাঠ রক্ষার দাবীতে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ২০৩ বার পড়া হয়েছে

বৃহত্তর রুমালিয়ারছড়া পি টি আই মাঠ রক্ষার দাবীতে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ ককস বাজার জেলা শাখার সভাপতি নাজমুল হক বাবুর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক রানা শর্মার সঞ্চালনায় ককসবাজার ট্যাকনিকাল স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত । নেতৃবিন্দ বলেন সারা দেশে মাদকের আগ্রাসন রোধে ছাত্র ছাত্রীদের পড়া লেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, তাছাড়া মানসিক বিকাশ ও শারীরিক সুস্ততায় খেলাধুলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আর তাই খেলাধুলা করার একমাত্র স্থান খেলার মাঠের চাহিদার অনুপাতে সংকট যখন চরমে তখনই ককসবাজার পৌরসভার রুমালিয়ারছড়া পি টি আই মাঠে একের পর এক চলছে খেলার মাঠ ধ্বংসের মহোৎসব। বিগত সময়ে দুবার মাঠের মূল অংশে জেলা প্রাথমিক শিক্ষা অফিস নিজেদের অফিস ও বই রাখার গুদাম নির্মান করে মাঠের বিশাল অংশ ধ্বংস করেছে, এবার পুনরায় তারা লীডারশীপ ট্রেনিং সেন্টার নির্মানের নামে মাঠের পশ্চিম পাশে পর্যাপ্ত জমি থাকা সত্বেও মূল মাঠের পশ্চিম পাশে ভবন নির্মানের জন্য ইতিমধ্যে বিশাল অংশ টিনের সীমানা প্রাচীর নির্মান করা হয়েছে এবং ঐ অংশে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে বহুতল রর ভবনের কাজের ভিত্তি ফলক উন্মোচন করেছেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মহোদয়। অথচ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্যালে ককসবাজারে মুজিব বাহীনির গঠন পরবর্তী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শুরু করা হয়েছিল এই মাঠে। আর সেই স্মৃতিবিজড়িত মাঠ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আর তাই এই শতবর্ষী খেলার মাঠ রক্ষায় ককসবাজারের সর্বস্তরের শ্রেনী পেশার মানুষ সম্মিলিত ভাবে রাজপথে নেমে এসেছে। মানববন্ধনে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে আন্দোলনের দিক নির্দেশনা ও কর্মসূচী ঘোষনা করে বলেন ” আগামী ৪৮ ঘন্টার মধ্যে খেলার মাঠে স্থাপিত সব ধরনের নির্মান সামগ্রী ও স্থাপনা সরিয়ে নিয়ে, শিশুদের খেলাধুলার জন্য মাঠ অবমুক্ত করতে হবে। অন্যথায় সমগ্র ককসবাজার পৌরবাসীকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে খেলার মাঠ রক্ষায় দাবী আদায় না হওয়া পর্যন্ত। মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক ককসবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম, দৈনিক হিমছড়ি পত্রিকার সম্পাদক হাসানুর রশিদ, ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী, ককসবাজার জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মোর্শেদ হোসেন তানিম,জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত উখিয়ার চীপ ক্রাইম রিপোর্টার সাবেক মেম্বার মোঃশহীদুল্লাহ, বাঁচা মিয়ার ঘোনা সমাজ কমিটির সভাপতি আব্দুল লতিফ, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ ককসবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সায়েম , সেভ দ্যা নেচ্যার মহেশখালী সমন্বয়ক নুরুলরকাদের ও শহর শাখার সমন্বয়ক অন্তু ধর। ককসবাজার জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মিজানল ইসলাম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক সোহাগ, জেলা নির্মান শ্রমিক উন্নয়ন সমিতির সহ সভাপতি মোহাম্মদ ছগির, জেলা ছাত্রলীগের নেতা নাজমুল হক শাকিল, মেহেদী হাসান ও ট্যাকনিকাল স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ নেতা ইসমাইল সোহাগ, সুমন, ফারিজ, বাকের , আলম, শ্রমিক নেতা সালেহ আহম্মদ সহ স্থানীয় সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবিন্দ বলেন অপরিকল্পিত ভাবে খেলার মাঠ নষ্ট না করে মাঠের পশ্চিম পাশে পর্যাপ্ত জমি থাকা সত্বেও কেন মাঠে বহুতল ভবন নির্মান করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তা খতিয়ে দেখা উচিৎ। ককসবাজার শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাঠ রক্ষায় প্রয়োজনে সকল পৌরবাসীকে সাথে নিয়ে দাবী আদায়ে রাজপথে নামতে বাধ্য হব যদি অবিলম্বে খেলার মাঠে ভবন নির্মান থেকে সংশ্লিষ্ট মহল সরে না আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications