চট্টগ্রাম ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে তাহেরা বেগম (৩২) নামে এক গৃহবধূরকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী নুর আহমদেকে (৪২) আটক করেছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর তিনটায় নগরীর বায়োজিদ থানাধীন পাহাড়িকা হাউজিং আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) মো. আতাউর রহমান খন্দকার।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কারণে তাকে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’