সফলতার গল্প
চট্টগ্রাম ডেস্ক রিপোর্ট : মায়ের সঙ্গে স্কুলের সামনে বসে চটপটি বিক্রি করতেন সুলতানা আকতার বৃষ্টি। স্কুুলের শিক্ষার্থীদের দেখতেন আর স্বপ্ন বুনতেন। ইস যদি ওদের সঙ্গে স্কুলে যেতে পারতাম। সুলতানার সেই স্বপ্ন পূরণ হয়েছে। শুধু স্কুলে নয় এবার বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন তিনি। সফলতার সঙ্গে পেরিয়েছেন স্কুল ও কলেজের গণ্ডি। চটপটি বিক্রেতা সেই মেয়েটি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
অদম্য ওই ছাত্রী ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য দেখিয়েছেন। ব্যবসায় অনুষদের ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন একানব্বই দশমিক সাতচল্লিশ নম্বর। অদম্য সুলতানার এই সফলতার গল্প নিয়ে এখন আলোচনা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
জানা গেছে, ছোট বেলা থেকে চটপটি বিক্রি করে বড় হয়েছেন সুলতানা। বাবা অন্যের বাড়ির দারোয়ান। মায়ের সাথে স্কুলের সামনে চটপটি বিক্রি করতেন সুলতানা। অভাবের সংসারে থেকেও স্বপ্ন ছুঁয়ে দেখতে চাইতেন। অদম্য ইচ্ছা আর মেধার বলে তিনি এবার স্বপ্ন ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ছাত্রীটির স্বপ্নের পাখা মেলে ধরুন এই প্রত্যাশায়…