1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
আজীবন স্বামী হত্যার বিচার চাইবো: ‘বন্দুকযুদ্ধে’ নিহত একরামের স্ত্রী - Daily Cox's Bazar News
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

আজীবন স্বামী হত্যার বিচার চাইবো: ‘বন্দুকযুদ্ধে’ নিহত একরামের স্ত্রী

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিহতের এক বছর : কেউ কথা রাখেনি

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর একরামুল হক র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ হয়নি আজও। নিহতের এক বছর পরও হয়নি ঘটনার তদন্ত। সেই আক্ষেপ আর হতাশা ঝরে পড়েছে একরামের স্ত্রী আয়েশা বেগমের কণ্ঠে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছেন, ‘আমি আজীবন আমার স্বামীর হত্যার বিচার চাইবো।’
শনিবার (২৫ মে) বিকালে মুঠোফোনে সঙ্গে তার কথা হয়। তিনি বলেন ‘আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কোথায় গেলে, কী করলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো? আমি এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি কোনও এক সময় মোবাইল ফোনে আমাকে ডাকবেন প্রধানমন্ত্রী। তখন আমি আমার স্বামীর হত্যাকাণ্ডের বিষয়ে সব কিছু বোঝাতে সক্ষম হবো। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে বিচার বিভাগীয় তদন্তের দাবি করবো। আমার বিশ্বাস, বিচার বিভাগীয় তদন্ত হলে স্বামী হত্যার সঠিক বিচার পাবো। আমি আজীবন আমার স্বামীর হত্যার বিচার চাইবো।’
‘চল যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’এই স্লোগানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা চোরাকারবারের অভিযোগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার কায়ুকখালি পাড়ার আবদুস সাত্তারের ছেলে এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি। ওই সময় সারাদেশে অন্তত এক শ মাদক চোরাকারবারি নিহত হয় এবং সে ব্যাপারে কেউ মুখ খোলেনি। কিন্তু একরামুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত এবং তার স্ত্রী ও দুই মেয়ের একটি অডিও রেকর্ড সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। শুরু থেকেই ওই জনপ্রতিনিধির স্বজনরা দাবি করে আসছেন, ‘নির্দোষ’একরামকে ‘পরিকল্পিতভাবে হত্যা’করা হয়েছে। এরপর সরকারের পক্ষ থেকে বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই নিহত একরাম হকের বাড়িতে গিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন পরিবারকে। কিন্তু দীর্ঘ এক বছরেও সে আশ্বাসের কিছুই পূরণ হয়নি।

মুঠোফোনে স্ত্রী আয়েশা বেগম বলেন, ‘আমাদের শেষ ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একরামের বিষয়টি সরাসরি বুঝিয়ে বলবো। এতে করে বাবাহারা দুই মেয়ে অন্তত শান্তি পাবে। কিন্তু এর কোনও কিছু হয়নি। বাবাহারা দুই মেয়ের চাপা কান্না আমার আর সহ্য হয় না।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে আশ্বাস দিয়েছিলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার করবে সরকার। তদন্ত করে দেখা হবে হত্যাকাণ্ডের বিষয়টি। কিন্তু গত এক বছর পার হলেও কিছুই হয়নি।’
নিহত একরামের স্ত্রী আরও বলেন, ‘আমার বাড়িতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী মো. রিয়াজুল হক এসেছিলেন, আমাদের অবস্থা দেখে গেছেন। পুরো বিষয়টি তারা দেখছেন এবং অবশ্যই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হত্যার বিচার হবে -এই বলে আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু কোনও কিছু হয়নি। এখন দেখছি সবকিছুই ধোঁয়াশায় পরিণত হয়েছে। আমাদের খবর কেউ রাখেনি।’

তিনি মামলার কথা উল্লেখ করে বলেন, ‘আমি আমার স্বামী হত্যার বিচার চেয়ে থানায় মামলা অথবা একটি সাধারণ ডায়েরি করতে চেয়েছিলাম। আমার পরিবারের সবাইকে কোনও প্রকার মামলা করতে দেয়নি একটি মহল। আমাকে বলছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মামলা করতে। কিন্তু এই পর্যন্ত কোনও মামলা তো দূরের কথা, একটু তদন্তও হয়নি।’
আয়েশা বেগম বলেন, ‘আমাকে কোনও গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে চাপ দেওয়া হয়েছিল।’ তবে কারা চাপ সৃষ্টি করেছে সে ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি মেয়ে দুটির দিকে থাকিয়ে এখনও টেকনাফে অবস্থান করছি এবং মানবেতর জীবনযাপন করছি। আমি আমার দুই মেয়েকে পড়ালেখা করাতে চাই। এখনও তারা বিজিবি স্কুলে পড়ছে। কর্তৃপক্ষ কোনও ফি ছাড়াই পড়ার সুযোগ করে দিয়েছে।’
একরাম মাদকের সঙ্গে জড়িত ছিল না দাবি করে আয়েশা বেগম বলেন, ‘একটি বছর পেরিয়ে গেল, কিন্তু কেউ আমার মেয়েদের খবর নেয়নি। অনেকে আশার বাণী দিয়েছিল কিন্তু তা শুধু নিষ্ফল। গত বছর রমজানে দুই মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবেন। কিন্তু এই বছরের রমজান শেষের পথে, কোনও ডাক পাইনি। সে সময় স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করতে চেয়েছিলাম কিন্তু উপর থেকে নির্দেশ আসে এই ব্যাপারে কোনও কিছু করা যাবে না। বিষয়টি সরকার দেখছে।’
আয়েশা বলেন, ‘একটি পক্ষের সঙ্গে মিলে আমার স্বামীকে হত্যা করা হলেও সরকার চুপ করে থাকলো- এটি কেমন করে মানা যায়। অতন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এটি মানা যায় না। কারণ আমার স্বামী তো আওয়ামী লীগের জন্য ত্যাগী নেতা ছিলেন।’তিনি বলেন, ‘একরামের স্ত্রী নই, দেশের নাগরিক হিসেবে জানতে চাই- কেন আমার স্বামী খুন হলো? কেউ আমার দুই মেয়ের খবর রাখেনি। জানি না এটি কেমন সমাজ! এখন আমার খুবই কষ্টের জীবন চলছে। একদিকে স্বামী হত্যার বিচার কবে পাবো অন্যদিকে মেয়েদের কান্না আর কতদিন শুনতে হবে প্রতিদিন রাতে।’

তিনি বলেন, মেয়েরা সেহরি খাওয়ার সময় এখনও বাবাকে খোঁজে, কান্না করে। তারা জানতে চায়- মা, বাবা তো কোনও দিন কোনও মানুষের খারাপ কিছু করেনি, চায়নি। তবুও কেন বাবাকে এভাবে খুন করা হয়েছে। যখন এমন প্রশ্ন করে নিজেকে খুবই অসহায় মনে হয়। আমার মতে, ‘ইয়াবার কারণে এ ঘটনা ঘটেনি- এটি নাটকীয় ও ষড়যন্ত্রমূলক একটি হত্যাকাণ্ড।’
তিনি বলেন, আমি একটিবার মাত্র প্রধানন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কারণ উনি নারী, আমিও একজন নারী। ফলে আমার কষ্টের কথাগুলো বুঝবেন। প্রধানমন্ত্রী চাইলে স্বামী হত্যার বিচার পাবো।
একরামুল হক নিহতের বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি তেমন অবগত নয়। কারণ আমি সেই সময় কক্সবাজারে ছিলাম না। তবে যতটুকু জানি এ ব্যাপারে একরামের পরিবারের পক্ষ থেকে কেউ কোনও মামলা করেননি। র‌্যাবের পক্ষ থেকে যে মামলাগুলো করা হয়েছে সম্ভবত সেগুলো চলমান রয়েছে। আমি খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

উল্লেখ্য, গত বছরের ২৬ মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে একরামুল হক র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তার ছয়দিন পর কক্সবাজার প্রেসক্লাবে একরামের স্ত্রী আয়েশা বেগম সংবাদ সম্মেলন করার পর বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। স্বামীর মৃত্যুর আগ মুহূর্তে মোবাইল ফোনে তার সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ করেন তিনি। এতে ‘বন্দুকযুদ্ধের’যে বর্ণনা দিয়েছিল র‌্যাব- তা প্রশ্নের মুখে পড়ে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ গুলির শব্দে একরামুলের নিহত হওয়া এবং তার স্ত্রী ও মেয়েদের কান্নার মর্মান্তিক অডিও রেকর্ডটি নাড়া দেয় মানুষের মনে।
এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হকসহ  র‌্যাব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন একরামের পরিবারকে। কিন্তু সে আশ্বাস পূরণ হয়নি আজও।

শেয়ার করুন

One thought on "আজীবন স্বামী হত্যার বিচার চাইবো: ‘বন্দুকযুদ্ধে’ নিহত একরামের স্ত্রী"

Comments are closed.

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications