ডিবিসি ডেস্ক:
বংশাল থানার চৌকস অপারেশন অফিসার এসআই গৌতম রায়ের হত্যাকান্ডের দশ বছর পূর্ণ হবে কাল। ২০১০ সালের ১৯ এপ্রিল পেশাগত দায়িত্ব শেষে রাতে বাড়ি ফেরার পথে সুত্রাপুর থানার লাল মোহন সাহা স্ট্রিট এলাকায় একটি সন্ত্রাসী চক্র তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যাকান্ডের দশ বছর পার হলেও নিহতের পরিবার বিচারের আশায় দিন গুনছেন। যদিও বিচার পাবেন কি না তা নিয়ে তরা শঙ্কিত। এদিকে বিচারের আশায় থাকতে থাকতে এসআই গৌতম রায়ের বাবা ইন্দু ভূষন রায় ও মা বকুল রানী ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছেন।
নিহতের ছোট ভাই সাংবাদিক তিলক রায় এ ব্যাপারে বলেন, যে পিস্তল দিয়ে হত্যা করা হয়েছে সেই পিস্তলটি পুলিশ উদ্ধার করতে পারেনি। যতটুকু শুনেছি এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। তবে তাদের সবাই জামিনে আছে। পরে পুলিশ কয়েকজনের নামে অভিযোগ পত্র দিয়েছে এ পর্যন্তই জানি। তিনি বিচার বিভাগীর তদন্তের দাবি জানান।
গৌতমের ছেলে গৌরব রায় ঝলক বলেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণে দশ বছরেও আমরা বাবার হত্যাকান্ডের বিচার পাইনি। মৃত্যুর আগে বাবার হত্যার বিচার যেন দেখে যেতে পারি এটাই আমাদের প্রত্যাশা।