কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ নুর মোহাম্মদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারের পশ্চিমে পূর্ব মহেশখালীয়া পাড়ার রুপা বিউটি পার্লারের সামনে মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টাকালে এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে ধৃত যুবকের দেহ ও সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।