ডিসিবি প্রতিবেদক, টেকনাফ.
কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে গোলাগুলিতে জাফর নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দু’লাখ ইয়াবার চালান,অস্ত্র ও গুলি। বিজিবির দাবি নিহত যুবক মাদক কারবারি।
নিহত জাফর আলম (৩০) টেকনাফ সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত জেবর মুল্লুকের ছেলে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খাঁন জানান, শাহপরদ্বীপ গোলারচর নাফনদী সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান প্রবেশ করছে এমন তথ্যে ১৮ এপ্রিল দিনগত রাত সাড়ে ১১টার দিকে বিজিবি একটি চৌকষ দল উক্ত এলাকায় অবস্থান নেয়। রাতের অন্ধকারে ৪-৫ জন লোক একটি নৌকা নিয়ে মিয়ামনার জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে দাঁড়ানোর সংকেত দেয়। মাদক কারবারিরা নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানো চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ধাওয়ারত মাদক কারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষন শুরু করে।
বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষন পর, ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
বিজিবি ঘটনাস্থল তল্লাশী করে ২ লাখ পিস ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র, ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, এ ঘটনায় পৃথক আইনে মামলা করা হচ্ছে। ###
One thought on "টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, দু’লাখ ইয়াবা উদ্ধার"
Comments are closed.