কক্সবাজারের পেকুয়ায় ৮০ হাজার টাকার জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদরের গুলদি স্টেশন সংলগ্ন ব্রিজ এর উপর থেকে পুলিশ তাকে টাকাসহ গ্রেফতার করে।
এ বিষয়ে থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঈদের বাজারকে কেন্দ্র করে একটি চক্র জাল টাকা হাতবদল করে সাধারণ জনগণকে প্রতারিত করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদরের গুলদি স্টেশন সংলগ্ন ব্রিজ এর উপর থেকে পেকুয়া সদরের ৬নং ওয়ার্ড সরকারি ঘোনার মৃত মোজাহের আহাম্মদ এর পুত্র মোঃ শফি (৪২)কে গ্রেপ্তার করে ।
পরে তার হেফাজতে থাকা এক হাজার টাকার ৮০টি জাল নোটের মোট ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ ঘটনায় উক্ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।