অনেকদিন ধরে খবরে নেই চিত্রনায়িকা রেসি। তার অভিনীত সর্বশেষ ছবি বন্ধন বিশ্বাসের ‘শূন্য’। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক ওমর সানী। এরপর তাকে আর নতুন কোনো ছবিতে দেখা যায়নি। বর্তমানে সংসার জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এরই মাঝে জানালেন নতুন খবর।
রেসি বলেন, নতুন দুটি ছবিতে অভিনয়ের কথা চলছে। ছবিগুলো আন্তর্জাতিক মানের। তবে এ খবর এখনই দিতে চাই না। শুধু এইটুকু বলি, নতুন রূপে দর্শক আমাকে দেখবে।’
রেসি আরও বলেন, ‘এতোদিন ভালো ছবির জন্য অপেক্ষায় ছিলাম, তাই কোনো কাজ করা হয়নি। তবে নতুন অনেক ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। মনের মতো না হওয়ায়, অভিনয় করা হয়নি। শুধু ছবিই নয়, নতুন বিজ্ঞাপনেও আমাকে দেখবে ভক্ত-দর্শক। কিছু বিজ্ঞাপনে কাজ করার কথাও হচ্ছে। আশা করি, খুব শিগগিরই বিজ্ঞাপনে অভিনয় করা হবে।’
এখন থেকে নিয়মিতই কাজ করতে চান বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘নীল আঁচল’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন রেসি। এটি নির্মাণ করেন বুলবুল জিলানী। এ পর্যন্ত প্রায় ৫০টির মতো ছবিতে অভিনয় করেছেন চলচ্চিত্রের এই অভিনেত্রী। ক্যারিয়ারের ভালো সময়েই চিত্রনায়িকা রেসি বিয়ে করেন ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে। এরপর অভিনয় ছেড়ে সংসারি হয়ে যান তিনি। তারপর থেকে খুব একটা শোবিজ অঙ্গনে দেখা যায়নি তাকে।