বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। প্রায় ২০ বছর আগে বলিউডেরই অন্যতম সফল নায়ক অজয় দেবগণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সুখী এ দম্পতির মধ্যে বোঝাপড়াও বেশ ভালো।
কাজলের জীবনে অজয় আসার আগে নাকি অন্য এক নায়কের প্রতি তার ভালোবাসা ছিল। বলিউডের সেই নায়কের ওপর রীতিমতো ক্রাশ ছিল তিনি। এতদিন পরে সেই কথা প্রকাশ্যে আনলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর।
সম্প্রতি কপিল শর্মার শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল ও করণ। সেখানে তিনি ফাঁস করেন, ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ঋষি কাপুর অভিনীত ‘হেনা’র প্রিমিয়ার পার্টিতে অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে পরিচয় হয় তার।
করণ ভাষায়, ‘হেনার প্রিমিয়ার পার্টিতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজে বেড়াচ্ছিলেন কাজল। অক্ষয় সে সময় ওর ক্রাশ ছিল। অক্ষয়ের মাধ্যমেই আমার সেখানে কাজলের সঙ্গে আলাপ হয়। সেখানে আমিও কাজলের সঙ্গে জুড়ে গিয়েছিলাম। কিন্তু সেই পার্টিতে অক্ষয়কে আর খুঁজে পায়নি কাজল। বরং বন্ধু হিসেবে আমি আর কাজল একে অপরকে খুঁজে পেয়েছিলাম।’