একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম তাকে নির্বাচিত ঘোষণা করেন।
মো. আবুল কাসেম বলেন, ‘আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যেহেতু তিনি প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’
একাদশ জাতীয় সংসদে বিএনপির পাঁচজন সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনের একটি আসনই পাবে দলটি। সেই আসনটি পাচ্ছেন রুমিন ফারহানা।
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা পেশায় আইনজীবী। আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানার রয়েছে বাকপটুতা ও ক্ষুরধার যুক্তি। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। টিভি, টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন তিনি।
একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। কিন্তু ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দেয়। তিনি ভোটে বিজয়ী হন।